নাগর - কাজী মাসুদুর রহমান

ক্যামন আছো গো সুরুজ মিয়া?
তোমারে আর পরানপাখি ডাকবার পারি না
অন্য মাইয়া মানুষ লইয়া যেইদিন ঘরে কপাট দিলা
সেইদিন থিকা আমিও চউক্ষের দুয়ার লাগাই দিসিলাম
এরপর যতোবার আমারে আইসা ছুঁইছো দিনে রাইত্তে
আমি তুমার গতরের ওই বাসনাডা আর পাই নাই! 
ভাবতাসো কতোই তারপর সহালে বিহালে কাপড় খুলসি!
তোমরা মরদেরা আসলে শইল ছাড়া বুঝোনা কিসুই
বুঝোনা বুকের মইদ্যেও হইবার পারে বিরাট ঘাও
রক্তে ভাইসা যাইতে পারে জমাইয়া রাহা খোয়াব.....

মন্তব্যসমূহ