থার্টিসেভেন - শাইয়িন কবির
রাস্তায় একলা হাটতে বরাবরই আমার ভালো লাগে।
এমন ঠান্ডা রাতে নির্জন রাস্তার পরিবেশটাই কেমন মুগ্ধবোধের উদয় ঘটায়।
জুতোর নিচে চিপচিপে কাদা ছিটকে ট্রাউজারের পেছনটায় সুন্দর আল্পনা আঁকা হয়ে গেছে।
শহুরে মৃদু বাতাসে ঝিরঝির শব্দ হয় ইদানীং, কয়েলের ধোঁয়ার বাজে গন্ধ ভাসে....
চুল ওড়ে, দাড়িগোঁফ এলোমেলো হয়....
হঠাৎ দেখা হয়ে যায় মুগ্ধের সাথে...
"কিহে মুগ্ধ, আছো কেমন?"
মুগ্ধকে হাসতে দেখলাম,মুখে কেবল বললো, "থার্টি সেভেন পার্সেন্ট এ্যালকোহল!"
তারপর...
তারপর আর মুগ্ধকে দেখতে পেলাম না।
নাকি আমারই দৃষ্টি ঘোলা হয়ে আসে....
কে জানে!
তবে সেসব নিয়ে মাথা ঘামায় না মুগ্ধ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন