আঁধার এবং আড়াল - আহমেদ সোহাগ

মুগ্ধ নিশ্চুপ মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে,সে এসব কি শুনছে! এরকমটা কখনো হয়তো ভাবেওনি সে। মুগ্ধ দাঁড়িয়েই থাকে;দূরত্বটা বাড়ছে ফারিহা আর মুগ্ধের। হাটতে হাটতে ক্রমশ মিলিয়ে যায় ফারিহা মোড়ের আঁধার আড়ালে। মুগ্ধ কিছুই বলবেনা। সবকিছু চুপিসারে সহ্য করতে সে জানে।

রাত্রের রাস্তাটা বেশ শুন্য লাগছে,মুগ্ধের ভেতরটাতেও এক বিরাট শুন্যতা। শুন্যতা নিয়ে হাটতে বেশ ভালোই লাগে। নিজেকে কেমন যেন হালকা হালকা লাগছে। সে শুনেছিল দুঃখগুলো নাকি বেশ ভারী। কোথা থেকে যে শুনেছিল তা মনে নেই তবে আজ নিজেকে খুব হালকা লাগছে। এর কারণটা কি হতে পারে? মুগ্ধের এলোমেলো মাথাটা আজ নেশার টানে ঘুমুচ্ছে আর সব আজগুবি প্যাঁচাল...
"শুন্য কোনকিছুর তো ওজন হালকা হবেই। পূর্ণ কোনকিছু ভারী ভারী... হেহেহে.. গ্লাসের অর্ধেকটা খালি..আবার গ্লাস অর্ধেকটা পূর্ণ!
সে আমার নাহ? দুঃখ নিচ্ছি? বাহ! ভারী তো লাগবেই।
সে আমার নাহ? আমাকে কষ্ট দিয়েছে? কিংবা সে আমার না ভেবে কষ্ট পাচ্ছি! ভুলতে চাও সেসব? ভুলে যাও ..হালকা..."

মন্তব্যসমূহ