রসগোল্লা - শাইয়িন কবির
লুঙির গিট্টু ছাড়াইয়া দাওয়ায় বসিয়া গুল্লিপ টানিতেছিল মকবুল।
বিশাল বড় মাপের সমস্যায় পড়িয়াছে সে,
জুস্না ইদানীং গো ধরিয়াছে তাহাকে নিকা করিতেই হইবে,দুঃখের বিষয় মকবুল অনেক চেষ্টা তদবীর করিয়াও তাহাকে তাহার "খেলোয়াড়ী প্রেমের আধুনিক নীতি" বোঝাইতে সক্ষম হয় নাই।
আর এইদিকে পারভীন,মকবুলের একমাত্র প্রিয়তমা স্ত্রী, প্রেম প্রণয় দুরে থাক, যদি জানে মকবুল পথচলতি কোন মেয়ের দিকেও তাকাইয়াছে তবে একগ্লাস পানিতে একফোঁটা চকোচকো মিশাইয়া তা দিয়া মকবুলকে আস্ত গিলিয়া ফেলিতে দ্বিধা করিবে না।
কিন্তু ওস্তাদে যে কত বড় পেলেয়ার তা বোধ করি পারভীন জানে না।
এমন সময় মকবুলের সুযোগ্য জেষ্ঠ্য পুত্র কুদ্দুইচ্চা হাতে তিনখানি এবং মুখে একখানি বড় রসগোল্লা নিয়া বাড়িতে ঢুকিল। মকবুল যথারীতি চেচাইয়া উঠিল, আবার আমার পকেট মারিছিস হারামজাদা? রসগোল্লা পাইলি কই?
এমন গরুর মত ধমক খাইয়া মুখ কাচুমাচু করিয়া পুত্র বলিলো, জুস্না বু'র পোলাপান হইবো তো, এইজন্য ওই বাড়ি থিকা.....
হঠাৎ যেন মকবুলের মাথায় বজ্রপাত হইলো, এবং তাহার ফলে মকবুলের মুখে উৎপন্ন প্রকান্ড 'হা' টি দিয়া শত শত মশা মাছি প্রবেশ করিল, হাত হইতে আধখাওয়া গুল্লিপ পড়িয়া আর্তনাদ করিল, কিন্তু মকবুল কিছুই টের পাইলো না।
তাহার মাথার ভেতরে সাই সাই করিয়া এনা গাড়ির চাক্কা ঘুরিতেছে। কি হইল- কি হইলো ভাবিতে ভাবিতে এনার ড্রাইভার কষিয়া ব্রেক কষিল, এবং যাহার ফলে একখানি কথা পুনরায় মাথায় আসিয়া আঘাত করে মকবুলের, জুস্না বু?!
পুত্রের দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল,কুন জুস্না রে?
পুত্র মুখ ভেটকাইয়া বলিল, ব্যাকা বিল্লুর বৌ!
"অ!"
বলিয়া তাহার প্রকান্ড হা টি হাত দিয়া ঢাকিয়া অপর হাতটি দিয়া মাটিতে পড়া গুল্লিপের টুকরা তুলিয়া পুত্রের দিকে তাকাইয়া কটমট চোখে বলিল, যা ভাগ, খাড়ায়া আছস ক্যান?
পুত্র চলিয়া যাইতেই বুকের মধ্যে মকবুল নিজের দুর্গন্ধযুক্ত একগাদা থুথু মারিয়া, গুল্লিপ টায় একটা খিচ টান মারিয়া বলিলো,
জুস্নায় এক্কেরে দুনিয়া আলো আলো গো!
#মকবুল
বিশাল বড় মাপের সমস্যায় পড়িয়াছে সে,
জুস্না ইদানীং গো ধরিয়াছে তাহাকে নিকা করিতেই হইবে,দুঃখের বিষয় মকবুল অনেক চেষ্টা তদবীর করিয়াও তাহাকে তাহার "খেলোয়াড়ী প্রেমের আধুনিক নীতি" বোঝাইতে সক্ষম হয় নাই।
আর এইদিকে পারভীন,মকবুলের একমাত্র প্রিয়তমা স্ত্রী, প্রেম প্রণয় দুরে থাক, যদি জানে মকবুল পথচলতি কোন মেয়ের দিকেও তাকাইয়াছে তবে একগ্লাস পানিতে একফোঁটা চকোচকো মিশাইয়া তা দিয়া মকবুলকে আস্ত গিলিয়া ফেলিতে দ্বিধা করিবে না।
কিন্তু ওস্তাদে যে কত বড় পেলেয়ার তা বোধ করি পারভীন জানে না।
এমন সময় মকবুলের সুযোগ্য জেষ্ঠ্য পুত্র কুদ্দুইচ্চা হাতে তিনখানি এবং মুখে একখানি বড় রসগোল্লা নিয়া বাড়িতে ঢুকিল। মকবুল যথারীতি চেচাইয়া উঠিল, আবার আমার পকেট মারিছিস হারামজাদা? রসগোল্লা পাইলি কই?
এমন গরুর মত ধমক খাইয়া মুখ কাচুমাচু করিয়া পুত্র বলিলো, জুস্না বু'র পোলাপান হইবো তো, এইজন্য ওই বাড়ি থিকা.....
হঠাৎ যেন মকবুলের মাথায় বজ্রপাত হইলো, এবং তাহার ফলে মকবুলের মুখে উৎপন্ন প্রকান্ড 'হা' টি দিয়া শত শত মশা মাছি প্রবেশ করিল, হাত হইতে আধখাওয়া গুল্লিপ পড়িয়া আর্তনাদ করিল, কিন্তু মকবুল কিছুই টের পাইলো না।
তাহার মাথার ভেতরে সাই সাই করিয়া এনা গাড়ির চাক্কা ঘুরিতেছে। কি হইল- কি হইলো ভাবিতে ভাবিতে এনার ড্রাইভার কষিয়া ব্রেক কষিল, এবং যাহার ফলে একখানি কথা পুনরায় মাথায় আসিয়া আঘাত করে মকবুলের, জুস্না বু?!
পুত্রের দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল,কুন জুস্না রে?
পুত্র মুখ ভেটকাইয়া বলিল, ব্যাকা বিল্লুর বৌ!
"অ!"
বলিয়া তাহার প্রকান্ড হা টি হাত দিয়া ঢাকিয়া অপর হাতটি দিয়া মাটিতে পড়া গুল্লিপের টুকরা তুলিয়া পুত্রের দিকে তাকাইয়া কটমট চোখে বলিল, যা ভাগ, খাড়ায়া আছস ক্যান?
পুত্র চলিয়া যাইতেই বুকের মধ্যে মকবুল নিজের দুর্গন্ধযুক্ত একগাদা থুথু মারিয়া, গুল্লিপ টায় একটা খিচ টান মারিয়া বলিলো,
জুস্নায় এক্কেরে দুনিয়া আলো আলো গো!
#মকবুল
Free Baccarat & Other Games by IGT - FEBCasino
উত্তরমুছুনWith 인카지노 all the 제왕카지노 latest games including the latest online slots games released by IGT, here you'll find everything you need 바카라 사이트 to know about this