হাসির ব্যাবচ্ছেদ - শাইয়িন কবির

শাইয়িন! হাসির সঙ্গা কি জানেন?
নাহ...সঙ্গাটা ভালো জানা নেই বটে, তবে স্বরুপটা জানি....


স্বাভাবিকভাবে মানবজাতির মনের ধ্বনাত্মক অভিব্যক্তি প্রকাশের এক বিশেষ ক্ষমতাকেই হাসি বলে চালানো যায়, বিশেষ ক্ষমতা বলছি এই কারনে যে হাসিটা কেবল মানবজাতির মধ্যেই সীমাবদ্ধ। জগতের অন্য কোন প্রাণীকুল হাসতে জানেন না, ঈশ্বরও বোধ করি না.... তবে বানর এবং বেবুন একপ্রকার শব্দ করে যা শিশুদের হাসির শব্দের মত শোনায়,তাকে হাসি বোধ করি বলা যায় না....
হাসতে দেখাটা সুখদায়ক, যদিও কিছুক্ষেত্রে গা জ্বলানো, তীব্র হিংসাত্মক অথবা বেদনাদায়ক হতেই পারে, সে নিয়ে রাজনীতির অবকাশ নেই....তার কথা পরে হবে....

আসুন কয়েকটা বিশুদ্ধ হাসির গল্প বলি...
হাসতে তো সবাই পারে, মনে রাখার মত হাসি কজন হাসে বলুন?

বাক্কুর চিরপ্রস্থান এর আগের দিন, ইয়াসীন ভাইয়ের ইফতার পার্টিতে দাওয়াত, ইফতারের সময় প্রায় হয়ে এলো, প্লাটিনাম গেটে আমি আর ছোটমিয়া অপেক্ষা করছি, লীডার ফয়সাল আর বাক্কুর খবর নাই, এমনিতেই বদরাগী বলে দূর্নাম কামিয়েছি বেশ কিছুদিন, রাগে পুরো শরীর জ্বলছে, ছোটমিয়া এক কথা বলতে গেলেই ধমক দিয়ে থামিয়ে দিচ্ছি,এমন সময় দেখছি এক পিচ্চি ঘুরঘুর করছে....
পিচ্চিগুলা বেশ জ্বালাতন করে কোথাও বেরুলেই, চোখ পাকিয়ে জিজ্ঞেস করলাম, কি চাই....
রাস্তার দিকে ইশারা করে বললো, রাস্তা! পার হইতে... অর্ধেকে থেমেই অভাবনীয় এক হাসি দিল পিচ্চি!
সে হাসি ভোলার নয়.... ছোটমিঞা তাকে হাত ধরে রাস্তা পাড় করে দিলো, আর সে নাচতে নাচতে চলে গেল....
পিচ্চিটার মুখ ভুলেছি, হাসিটা ভুলিনি....
গত পড়শু কালশীর সামনে এক চায়ের দোকানে চায়ের দামে সরবত খাচ্ছিলাম, সাথে তানযিল আর তন্ময়, এক পিচ্চি এসে টাকা চাইতে লাগলো, দোকানদার দৌড়ুনি দেয় আর সে.... একটু কিছুদূর দৌড়ে গিয়ে খিলখিল করে হাসে... আবার আসে, আবার দৌড়ুনি দেয়, আবার হাসে... যেন মজার খেলা! হাসি দেখলে অবাক হয়ে যাবেন...

গাজীপুরে এক পাগলের সাথে দেখা, ভদ্রগোছের,,,দাঁড়িগোফ পরিচ্ছন্ন করে ছাঁটা, পরিষ্কার জামাকাপড়, আমাকে পেছন থেকে ডেকেছে, Hey young man!
থমকে দাঁড়ালাম!
"What's the time?"
সময় বললাম,,,,
কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে পরিষ্কার ইংরাজিতে বললেন,Young man! You have a great duty for the world, world expects from you.... You are not the same to others, you're exceptional,u know?
হাসলাম,,,
plz pray for me, you're just a person like a bird of a storm! ur prayer will directly hit to Him...বলে উপরের দিকে আঙ্গুল তুললেন....
আমি বললাম, of course I will, but pray for me also..

এবার তিনি হাসলেন,,,, হেসেই উল্টোদিকে হাটা ধরলেন,,,, হাসিটা মনে আছে.... মনে গেঁথে আছে...

শাইয়িন বাবা! এদিক এসো,,,,
-জ্বী ম্যাডাম!
-তোমার হাসিটা অনেক সুন্দর, জানো?
- না ম্যাডাম! আপনিই প্রথম বললেন....
কথোপকথনটা কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে চুলে পাক ধরা এক বৃদ্ধ শিক্ষিকার সাথে ছিল....

হাসিটা ধরে রাখতে পারিনি,
এখন হাসতে হয়, তাই হাসি....
প্রানখোলা হাসিটা ফিরে পেতে হাসির উপর ব্যবচ্ছেদ চালাচ্ছি, কয়েকশো হাসির নমুনা দেখেছি,নিখাদ আর মেকি হাসিতে কি পার্থক্য মুখাবয়ব পড়ে তা বের করেছি,,,,
তবে হাসিখানা যেন উদ্ধার করতে পারছি নে ....
কৃত্রিমতা দিয়ে কি নৈসর্গিকতা আনা যায়?




জুলাই ১৮, ২০১৬

মন্তব্যসমূহ