ওমলেট - শাইয়িন কবির

 চশমাটা সরিয়ে রাখে মুগ্ধ।


এবার আকাশের চাঁদটা আরো খানিকটা বিস্তৃত হয়, বেশ বড় আর গোলগাল! টুপ টাপ জোসনার ফোটা তার গায়ে আছড়ে পড়ে, সে টের পায়...

জনবহুল এ ইট পাথরের জঙ্গলে চাঁদের রুপটা আলাদাই, সুউচ্চ ভবনের ফাঁকফোকরের মধ্য দিয়ে একখানা চাঁদ উঁকি মারে, মুগ্ধ আবার ভাষা হারায়....

ওমলেটের গন্ধ না?

একবার হাসে মুগ্ধ, 

নাহ! জিতেন্দ্রিয় হওয়া তার দ্বারা আর হলো না....

আকাশ ভেঙ্গে ওমলেটের বৃষ্টি নামে, ইলেক্ট্রিকের তারে বেঁধে বিষ্ফোরন হয়, এরপর ধুসর ধুলোবালি হয়ে পড়ে থাকে রাস্তায়....


মুগ্ধ হাসে....

নিদারুন বিদ্রুপের হাসি...


১১ এপ্রিল, ২০১৭



মন্তব্যসমূহ