খোয়াবী - রাজন

বাপজান আইজ হঠাৎ কইরাই জিগাইল-""বাপধন তোমার স্বপ্নডা কি কও দেহি আমারে???""
কথাখান শুনবার পরে বাজানের মুখের দিকে যে কতক্ষন চায়া আছিলাম জানিনা।
তয় বাজান বুঝতে পারছে আমি কি কমু।

বাপজানের ছলছল এক জোড়া চোহের দিকি বেশিক্ষণ তাকায়া থাকতে পারলাম না।

বাজান!
 আমি নিজেও জানি না কি স্বপ্ন আমি দেখমু।
 তয় এই কথাখান কইব পারি তোমারে আর মায়েরে কোনদিন কষ্ট দিমু না।বাপজানের স্বপ্নডা আমি জানি........
বাজান আমারে ক্ষমা কইরো তোমার ছেলে তার সমস্তডা দিয়া তোমার চাওয়া মিডাইবো.........
এভাবেই রাত তার স্বপ্নের প্রত্যাশা করে প্রতি প্রতি মুহূর্তে....স্বপ্ন কি ডানা মেলবে রাতের?????দেখা যাক কি হয়.....

মন্তব্যসমূহ