ক্ষুধা - রাজন
দূরের শেষ গলিতে যে লাশটা গতো পরশু পরে থাকতে দেখেছি,সে আসলে জন্মের উনিশ বছর পরেই মারা যায়।
তার দেহের দুর্গন্ধ টের পেয়েছিলাম আমি তাইতো শেষ কামড়টা বাম পদ্মের ঠিক হাফ ইঞ্চি উপরেই দিয়েছিলাম।ওখান থেকেই দুর্গন্ধ আসছিলো প্রকট।মাঝে মধ্যেই এমন দু একটা লাশকে গলিতে গলিতে জানান দিতে হয়।রাজ্য তো এখন লাশ চায় তাও আবার সে লাশ হতে হয় সুঢৌল নিপুণা কাঁচা কচি।
তবে হরহামেশাই আমার তালিকায় যারা থাকে তারা হলো-"কিছু নপুংসক, ভারী নিতম্ব আর তলপেট ভর্তি হিব্রু তাবিজী কাঠ শিল্পী,হরপ্পা হুজুর,আর মগজওয়ালা কুটীল কীট"
খুব ক্ষুধা এখন।শেষ গলির লাশটাকে আবার ইচ্ছে করছে--
যাহোক মৃত্যুদণ্ড দিচ্ছি,যাতে আমি বেঁচে থাকি।
ক্ষুধা কমছে না।
বাম পাশটা খুব পছন্দ আমার।পদ্মাকর পদ্মিনী তিলযুক্ত একটা কাঁচা কচি সমাজ দরকার।
শেষ গলিটায় সমস্ত ক্ষুধায় ক্লান্ত লাশ ঝুলবে এবার-
তার দেহের দুর্গন্ধ টের পেয়েছিলাম আমি তাইতো শেষ কামড়টা বাম পদ্মের ঠিক হাফ ইঞ্চি উপরেই দিয়েছিলাম।ওখান থেকেই দুর্গন্ধ আসছিলো প্রকট।মাঝে মধ্যেই এমন দু একটা লাশকে গলিতে গলিতে জানান দিতে হয়।রাজ্য তো এখন লাশ চায় তাও আবার সে লাশ হতে হয় সুঢৌল নিপুণা কাঁচা কচি।
তবে হরহামেশাই আমার তালিকায় যারা থাকে তারা হলো-"কিছু নপুংসক, ভারী নিতম্ব আর তলপেট ভর্তি হিব্রু তাবিজী কাঠ শিল্পী,হরপ্পা হুজুর,আর মগজওয়ালা কুটীল কীট"
খুব ক্ষুধা এখন।শেষ গলির লাশটাকে আবার ইচ্ছে করছে--
যাহোক মৃত্যুদণ্ড দিচ্ছি,যাতে আমি বেঁচে থাকি।
ক্ষুধা কমছে না।
বাম পাশটা খুব পছন্দ আমার।পদ্মাকর পদ্মিনী তিলযুক্ত একটা কাঁচা কচি সমাজ দরকার।
শেষ গলিটায় সমস্ত ক্ষুধায় ক্লান্ত লাশ ঝুলবে এবার-
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন