কলাবতীর জন্য - রাজন
ভাদ্দরের জোসনা মাখা কোন এক রাইতে তোমারে লইয়া যাইবাম ময়নামতির হাঁটে।
হেইদিন কিন্তু তুমি খুব মান করবা,আর আমি তোমার মান ভাঙ্গাইবাম শাওনের এক পশলা বৃষ্টির জলের টুকরা দিয়া.....
ময়নামতির মইধ্যে থিকা একশ খান হলুদপদ্ম তুইলা দিবাম তোমার চরণতলে....
তুমি বলবা-মাঝি,উইট্টা যাও অহন পানি থিকা নইলে তো জ্বর আইবো""""
আমি তহনি জীবনের পরথম তোমার কথার অবাইদ্য হইবাম....
আর একটা কথাই কইবাম-কেউ একজন যে আমার পূর্ণীমার চান হেইডা কি হে জানে???
হেইদিন কিন্তু তুমি খুব মান করবা,আর আমি তোমার মান ভাঙ্গাইবাম শাওনের এক পশলা বৃষ্টির জলের টুকরা দিয়া.....
ময়নামতির মইধ্যে থিকা একশ খান হলুদপদ্ম তুইলা দিবাম তোমার চরণতলে....
তুমি বলবা-মাঝি,উইট্টা যাও অহন পানি থিকা নইলে তো জ্বর আইবো""""
আমি তহনি জীবনের পরথম তোমার কথার অবাইদ্য হইবাম....
আর একটা কথাই কইবাম-কেউ একজন যে আমার পূর্ণীমার চান হেইডা কি হে জানে???
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন