বৃষ্টিস্নাত মধ্যরাত - জয়ন্ত
বৃষ্টিস্নাত মধ্যরাত,
যেন গভীর রজনীর এক সর্বনাশী কামুক নেত্রধারি প্রণয়িনী।
নিজ হাতে সাজানো শব্দগুচ্ছকে একে একে সে পঙ্গু করে দেয়।
দিকভ্রান্ত সমীরণ সে মুহূর্তে খোঁজে মৃত্যুর আলিঙ্গন।
দ্বন্দ্ব বাঁধে আর্তনাদে ভেঙ্গে পড়া সস্তা আবেগ আর বুদ্ধিদীপ্ত বাস্তবতার মাঝে।
ক্ষণে ক্ষণে গাছের শিকড় হয়ে জন্মাবার আশা উদিত হয় মস্তিস্কের পূবাকাশে।
স্নায়ুক্ষয় হতে হতে আচমকা থমকে দাঁড়ায় নিউরনের ব্যক্তিত্বগুলো।
কবিতার খাতার কাঁচা মাটি খুড়ে বেরিয়ে আসতে চায় কবিতা নামক রক্তচোষা জোঁকেরা।
তখন ভয় এসে কুটির বানায় চিত্ত উন্মত্ত করে।
সেখানে তাদের আসর জমে প্রতিনিয়ত।
হৃদস্পন্দন চুলে বিলি কাটতে কাটতে জানিয়ে দেয় স্বল্পায়ুর ভবিষ্যতবাণী।
তবে সে মৃত্যু কি আমার!
নাকি এই মধ্যরাতের বিদ্রুপাত্মক অম্বরভেদী বর্ষার?
নাকি আমার অতৃপ্ত কবিতার ধীর ছন্দের শীতল ব্যক্তিত্বের নিদ্রাস্পর্শী নায়িকার?
নাকি তাকে ঘিরে আমার সকল অন্ধকারাচ্ছন্ন অকল্পনীয় কল্পনার?
তবে কি শেষবেলায় বৃথাই গেলো আমার শত শত রাত্র জাগরণ!
সাদা আবরণ তৈরি করো তোমরা আমার কল্পনাদের শবযাত্রার উদ্যেস্যে।
যার উপরে থরে থরে সাজানো থাকবে সদ্য ফোটা কেতকী।
ভেলকি দেখাবে বাস্তবতার দাহ্য কাষ্ঠ।
আমি অনেকটা দূর হতে দেখতে চাই ওদের,
দেখতে চাই ওদের অগ্নিদগ্ধ চিতার উন্মত্ত লেলিহান শিখা।
যেন গভীর রজনীর এক সর্বনাশী কামুক নেত্রধারি প্রণয়িনী।
নিজ হাতে সাজানো শব্দগুচ্ছকে একে একে সে পঙ্গু করে দেয়।
দিকভ্রান্ত সমীরণ সে মুহূর্তে খোঁজে মৃত্যুর আলিঙ্গন।
দ্বন্দ্ব বাঁধে আর্তনাদে ভেঙ্গে পড়া সস্তা আবেগ আর বুদ্ধিদীপ্ত বাস্তবতার মাঝে।
ক্ষণে ক্ষণে গাছের শিকড় হয়ে জন্মাবার আশা উদিত হয় মস্তিস্কের পূবাকাশে।
স্নায়ুক্ষয় হতে হতে আচমকা থমকে দাঁড়ায় নিউরনের ব্যক্তিত্বগুলো।
কবিতার খাতার কাঁচা মাটি খুড়ে বেরিয়ে আসতে চায় কবিতা নামক রক্তচোষা জোঁকেরা।
তখন ভয় এসে কুটির বানায় চিত্ত উন্মত্ত করে।
সেখানে তাদের আসর জমে প্রতিনিয়ত।
হৃদস্পন্দন চুলে বিলি কাটতে কাটতে জানিয়ে দেয় স্বল্পায়ুর ভবিষ্যতবাণী।
তবে সে মৃত্যু কি আমার!
নাকি এই মধ্যরাতের বিদ্রুপাত্মক অম্বরভেদী বর্ষার?
নাকি আমার অতৃপ্ত কবিতার ধীর ছন্দের শীতল ব্যক্তিত্বের নিদ্রাস্পর্শী নায়িকার?
নাকি তাকে ঘিরে আমার সকল অন্ধকারাচ্ছন্ন অকল্পনীয় কল্পনার?
তবে কি শেষবেলায় বৃথাই গেলো আমার শত শত রাত্র জাগরণ!
সাদা আবরণ তৈরি করো তোমরা আমার কল্পনাদের শবযাত্রার উদ্যেস্যে।
যার উপরে থরে থরে সাজানো থাকবে সদ্য ফোটা কেতকী।
ভেলকি দেখাবে বাস্তবতার দাহ্য কাষ্ঠ।
আমি অনেকটা দূর হতে দেখতে চাই ওদের,
দেখতে চাই ওদের অগ্নিদগ্ধ চিতার উন্মত্ত লেলিহান শিখা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন