সম্ভ্রমহীন আকাঙ্খা - জয়ন্ত
দৃশ্যমান রোশনিতে মিলিয়ে দিলাম শপথ আজ।
এ গ্রহের সে সকল পথে পড়বে দু'জোড়া পদচিহ্ন,
যে পথে কল্পনা থাকবে আশ্রিত,
স্বপ্ন নেবে অনুনয়ের স্থান।
বৃষ্টিহীন রংধনু করবে সেথায় প্রথম মেঘচুম্বন।
মেঘ হাসবে আবেদনময়তার ভঙ্গিতে সলজ্জ হাসি।
বেশ দূরে বাজবে ইন্দ্র প্রদত্ত বজ্রের কণ্ঠের ন্যায় সাঁওতালদের মৃদঙ্গ আর শিঙ্গা।
অচকিত বাহু স্পর্শ,
শ্মশানের মৃত বৃক্ষভস্ম,
সকলেই সম্বিত ফিরে পাবে দুষ্টু শনির ছলনায়।
সম্ভ্রমহারা যুবতী হরিণী কান্নার ছলে বিস্মিত হবে প্রেমের অন্তরনিহতায়।
অন্তিম লালসার মৃত্যু ঘটবে শুক্রাণুদাতা বুনো মৌমাছিগুলোর।
ক্ষণিক পরে নিশিতের আবছায়া এসে পড়বে চরনপ্রান্তে।
কালো মেঘ ধাওয়া করবে দুজন পথভ্রান্তের উপর,
যারা স্বেচ্ছায় মৃত্যুকে চেয়েছিল বর হিসেবে।
ক্ষণে ক্ষণে বিশৃঙ্খলা বাসা বাঁধবে গিরিপথ ধরে,
পথভ্রান্ত স্থম্ভিত হবে না তবুও।
যেদিন প্রয়াণ এসে ডাকবে তাদের,
তার সিক্ত বাহুস্পর্শে তারা দাঁড়িয়ে পড়বে অন্তিম আকাঙ্কায়,
তাকিয়ে রবে তাদের সম্ভ্রমহারা চোখ খুলে।
এ গ্রহের সে সকল পথে পড়বে দু'জোড়া পদচিহ্ন,
যে পথে কল্পনা থাকবে আশ্রিত,
স্বপ্ন নেবে অনুনয়ের স্থান।
বৃষ্টিহীন রংধনু করবে সেথায় প্রথম মেঘচুম্বন।
মেঘ হাসবে আবেদনময়তার ভঙ্গিতে সলজ্জ হাসি।
বেশ দূরে বাজবে ইন্দ্র প্রদত্ত বজ্রের কণ্ঠের ন্যায় সাঁওতালদের মৃদঙ্গ আর শিঙ্গা।
অচকিত বাহু স্পর্শ,
শ্মশানের মৃত বৃক্ষভস্ম,
সকলেই সম্বিত ফিরে পাবে দুষ্টু শনির ছলনায়।
সম্ভ্রমহারা যুবতী হরিণী কান্নার ছলে বিস্মিত হবে প্রেমের অন্তরনিহতায়।
অন্তিম লালসার মৃত্যু ঘটবে শুক্রাণুদাতা বুনো মৌমাছিগুলোর।
ক্ষণিক পরে নিশিতের আবছায়া এসে পড়বে চরনপ্রান্তে।
কালো মেঘ ধাওয়া করবে দুজন পথভ্রান্তের উপর,
যারা স্বেচ্ছায় মৃত্যুকে চেয়েছিল বর হিসেবে।
ক্ষণে ক্ষণে বিশৃঙ্খলা বাসা বাঁধবে গিরিপথ ধরে,
পথভ্রান্ত স্থম্ভিত হবে না তবুও।
যেদিন প্রয়াণ এসে ডাকবে তাদের,
তার সিক্ত বাহুস্পর্শে তারা দাঁড়িয়ে পড়বে অন্তিম আকাঙ্কায়,
তাকিয়ে রবে তাদের সম্ভ্রমহারা চোখ খুলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন