অনক্ষিগত - জয়ন্ত


মড়ক লেগেছে হতবিহব্বল বনে।
সবাই যেন ছুটছে মৃত্যু ভয়ে।
মৃত্যু বড় ভয়ংকর,
তা অজানা নেই মৃত্তিকার পরমাণুদের।
তারা স্বচক্ষে দেখেছে দাবানলের অগ্নিলীলা।
ঝরছে অজস্র বৃক্ষ পত্রিকা,
কাঁপছে আকাশে মেঘদের কণিকা।
তাদের গলার আর্তচিৎকার মাড়িয়ে চলেছে ধ্বংস।
ভূলুণ্ঠিত হচ্ছে বৃক্ষরাজি,
সে সাথে প্রয়াণ ঘটছে কাব্যখচিত অসংখ্য রাত্রির।
মৃত্যুবার্তা ক্রমশ ছড়িয়ে পড়ছে ঘাসদের কর্ণচুড়ায়।
নৃত্যসাজে সেজেছে সূর্য,
সে যেন সখ্যতা গড়েছে খরার সাথে।
ধরিত্রী যেন তার কাছে কেবলি খেলার পুতুল।
আগুন লেগেছে ,আগুন।
কাঠ পোড়া গন্ধ বেরিয়েছে।
ছাইদের উৎসব আজ।
কিন্তু কোথায় আগুন?
কোথায় সেসব আধপোড়া অর্ধনগ্ন খেলার পুতুল?
এসব প্রশ্ন হাসির রোল তোলে গিরিখাতে।
সহাস্যে তারা বলে ওঠে-
সব আগুনকেই বুঝি দৃশ্যমান  হতে হয়!

























মন্তব্যসমূহ