তেলাচুরা আর স্বপ্নগুলান - রাজন

বাপজানের স্বপ্নডা আছিল আসমান
ছুয়া। রক্ত হিম কইরা হাড় ভাইঙ্গা স্বপ্ন
দেখত বাপজান আমাগো নিয়া। অহন
সংসারে ইন্দুরের বড় বড় ডিবি। পাও
ফালানির জায়গাডা নাই।

আমি,আমারে নিয়া কত স্বপ্নই দেখত
মাইনষে। কিছুই আর রইল না।
আহারে পোলাডা কত ভালা
আছিল!!!!!!!
এই কথাডা অহন সবখানে হুনা লাগে।
তেলচুরারে পক্ষি ভাইব্বা তার ডানায়
স্বপ্ন বানছিলাম কিন্তু মনে আছিল না,
তেলাচুরার পাঙ্খা গজায় মইরবার
জন্যি।

আমার জায়গা অহন আন্ধার
গলি,সুযোগের অফেক্ষায় থাহি কহন
একটা ভেনটি ব্যাগ হাতের সামনে
পাইব।ব্যাগের কামে দগ্ধ হইয়া বাপজান আর
আমার স্বপ্ন রাস্তার মাইয়্যাদের বুকে
জমা হয় রোজ রাইতে.........

আহারে পোলাডা কত ভালা
আছিল!!!!!!!!!!!


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন