শুভ জন্মদিন বাংলাদেশ - নাহিদ শাহরিয়ার
শুভ জন্মদিন বাংলাদেশ!!
৪৫ বছরের প্রৌঢ়া হয়ে গেছো তুমি।
ইদানীং একটু আলস্য পোহাতে বেশ ভালোই লাগে তাই না? :P
তুমি জানো তোমার বয়সী একেকটা লোক আজ হয়ত মেজর জেনারেল,ব্যাংকের এমডি,মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও,প্রাইভেট ফার্ম(হোক মুরগির ফার্ম কিংবা আইটি ফার্ম) -এর মালিক, আবার কেউ রিকশা-ঠেলাগাড়ির দক্ষ অবহেলিত।
- তোমার সেই ছোট্ট পূর্ববঙ্গ হাঁটি হাঁটি পা পা করে এস এ গেমসে দৌড়েছে; এখন
নাকি আবার সে অলিম্পিকের এলিমিনেটরেও দৌড়ায়!!
-বাংলাদেশ!!! আম্মা আমার, জানো এখন তোমার ধর্ষণকারীকে আমি মাঠে ফেলে ধবলধোলাই করি।
কত স্পিডে জানো?
আবার বোলিং দিয়ে হলে ১৪৮ কেএমপিএইচেও সেইফ গার্ড আলগা করি।
-ইউ এন মিশনে তুমি ফ্লোরেন্স নাইটিঙ্গেল বড়আম্মার আদর্শে অনুপ্রাণিত।
-তুমি বার্ধক্যে ধাবিত হচ্ছো।
উউহু!! মানুষের মতো তোমার চামড়া কিন্তু ঝুলে পড়ছে না।
তোমার সর্বাঙ্গে আধুনিকতার অলংকার যেন স্ফীতোদর হয়ে আছে।
বাংলাদেশ!
একটা ব্যাড জোক্স শুনবে?
ব্যাড জোক্স হলেও সত্যি।
-আমি তোমাকে ভালোবাসি কবিগুরুর দ্বিতীয় ছত্রের মতো।
বিশ্বাস করো!—
তোমার মাটির প্রতিটি কণায় কি যে যৌনানুভুতি!
আমায় পাকা কাঁঠালের সাথে দোয়েলের সিটি সমেত ডাকে।
-তোমার মাটিতে প্রাণরাসায়নিকভাবে কোনো ক্ষতিকর উপাদান না থাকলে তিনবেলা ভাতের সাথে তোমার মাটিই চিবিয়ে খেতাম।
-হ্যাঁ! তোমায় এতটাই ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণের বায়বীয় নিঃশ্বাস।
<3 <3 <3
বাংলাদেশ!!
ছেলে হয়ে এত্তগুলা পাকা পাকা কথা বলে ফেল্লাম তোমায় নিয়ে।
আমায় বকবে? সে তোমার ইচ্ছে।
কার্টেসীঃ আরে ম্যান! নিজেই লেখসি; ঈমানে কইতাসি :(
-হ্যাঁ! তোমায় এতটাই ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণের বায়বীয় নিঃশ্বাস।
<3 <3 <3
বাংলাদেশ!!
ছেলে হয়ে এত্তগুলা পাকা পাকা কথা বলে ফেল্লাম তোমায় নিয়ে।
কার্টেসীঃ আরে ম্যান! নিজেই লেখসি; ঈমানে কইতাসি :(
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন