মনোডি - ৪৩ - শাইয়িন কবির

ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস কাটার দিন কবেই ফুরিয়েছে,
এখন কেবল দুগ্ধবতী গাই দেখে বেড়াই
উর্বর চারণক্ষেত্রে।

ঠোঁটে মেঘ নিয়ে মাথা চাপড়াই;
ঠোকাঠুকিতে ছলকে উঠে মদের গেলাস,
চুইয়ে পড়ে ফোটায় ফোটায় ঘিলু;
শব্দের ঝংকারে ফেটে যায় আঙ্গুলের ডগা,

তবু কলম!
      একফোটা কালি ঝরালে না.....

মন্তব্যসমূহ