পেন্ডুলামের কণ্ঠ - জয়ন্ত
শতাব্দীর পর্বত ঠেলে ঠেলেই মুগ্ধরা হেঁটে যায়,
জানো তো?
শুনেছি,
ওদের নাকি পিছনে ফেরা মানা!
অবশ্য পিছুডাক মুগ্ধদের জন্যে নয় গো,
ওরা জন্ম নেয় পিছুটানের জন্য।
হ্যাঁ,
জানি তো,
মশার কামড় ওদের সহ্য হয়ে গেছে।
ওরা কলম্বাসের চুলে,
এমনকি রবীন্দ্রনাথের দাঁড়ির ভেতরেও নাকি মুগ্ধতা খুঁজতে থাকে।
আর আমরা ওদের মস্তিষ্ক খুঁচতে থাকি ধারালো ময়লা নখ দিয়ে।
একটা একটা করে মুগ্ধতা উপড়ে তুলি।
নজরুলের প্রবন্ধের অমরত্বকে তুচ্ছ প্রমাণ করার জন্য গলা টিপে ধরি।
পেণ্ডুলামের কণ্ঠের মতন কান্না করে ওরা।
মুগ্ধরা শুনতে পায় তা,
আর মুগ্ধতা পিপাসুরা পানের খিলি বানায় মিষ্টি জর্দা দিয়ে।
ওসব আর্তনাদে কর্ণপাত করে যে বড়ো লাভ নেই হে।
ছোলা চিবোনো জীবনে দু'একটা মুগ্ধর দু'একটা মুগ্ধতার আত্মহত্যায় ফেলুদা ব্যোমকেশের ভূমিকায় অবতীর্ণ হবার কোনো মানে নেই।
বরং ময়লা শার্টে বডি স্প্রে ছড়ালে শার্টটা পরিষ্কার দেখাবে কিনা সে নিয়েই ভাবা কি ঢের বুদ্ধিমানের কাজ নয় কি?
কি হে?
জানো তো?
শুনেছি,
ওদের নাকি পিছনে ফেরা মানা!
অবশ্য পিছুডাক মুগ্ধদের জন্যে নয় গো,
ওরা জন্ম নেয় পিছুটানের জন্য।
হ্যাঁ,
জানি তো,
মশার কামড় ওদের সহ্য হয়ে গেছে।
ওরা কলম্বাসের চুলে,
এমনকি রবীন্দ্রনাথের দাঁড়ির ভেতরেও নাকি মুগ্ধতা খুঁজতে থাকে।
আর আমরা ওদের মস্তিষ্ক খুঁচতে থাকি ধারালো ময়লা নখ দিয়ে।
একটা একটা করে মুগ্ধতা উপড়ে তুলি।
নজরুলের প্রবন্ধের অমরত্বকে তুচ্ছ প্রমাণ করার জন্য গলা টিপে ধরি।
পেণ্ডুলামের কণ্ঠের মতন কান্না করে ওরা।
মুগ্ধরা শুনতে পায় তা,
আর মুগ্ধতা পিপাসুরা পানের খিলি বানায় মিষ্টি জর্দা দিয়ে।
ওসব আর্তনাদে কর্ণপাত করে যে বড়ো লাভ নেই হে।
ছোলা চিবোনো জীবনে দু'একটা মুগ্ধর দু'একটা মুগ্ধতার আত্মহত্যায় ফেলুদা ব্যোমকেশের ভূমিকায় অবতীর্ণ হবার কোনো মানে নেই।
বরং ময়লা শার্টে বডি স্প্রে ছড়ালে শার্টটা পরিষ্কার দেখাবে কিনা সে নিয়েই ভাবা কি ঢের বুদ্ধিমানের কাজ নয় কি?
কি হে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন