স্বাপ্নিক - শাইয়িন কবির

গোল্ডলীফ এর ফিল্টারে জোরেসোরে একটা টান মেরে ধোঁয়া ছাড়ে ফেরদৌস, একরাশ ধোঁয়ায় বদ্ধ ঘরটা আচ্ছন্ন হয় হতাশায়।
"কি হবে আর জীবনে বলো দেখি? কিসসু না...."

একজন ভালো শ্রোতা হিসেবে চুপচাপ শুনে যায় মুগ্ধ।
ফেরদৌস বলতে থাকে,
বুঝছো ভাই, মাঝে মধ্যে ভাবি ট্রাকের ড্রাইভার হমু। সিলেট থিকা যে পাথরের বড় বড় ট্রাক গুলা আসে, না? ওইগুলার....

বলতে বলতে কেমন এক স্বাপ্নিক ভাব জ্বলজ্বল করে ওর চোখে। দুই আঙ্গুলের ফাঁকে সিগ্রেট নিজেই পুড়ে ধোঁয়া ওড়ায়, সে টের পায় না। টেবিলের উপর ছাঁই পড়ে, পাষুটে রঙ্গের স্বপ্নহীন ছাঁই। সে ছাঁই ছাপিয়ে জ্বলন্ত ফুলকির মতো তার কন্ঠ বলে যায়...

ট্রাক ড্রাইভারদের মধ্যে একটা হিরোইক ভাব আছে, দেখছো ভাই? সাদা লুঙ্গি একটা পইড়া ভুঁড়িতে দোল দিয়া হাটে, একটু পর পর পান বিড়ি লইয়া ওস্তাদ ওস্তাদ কইরা তার হেল্পার পিছনে দৌড়ায়। মজার না?

প্রথমে হেল্পার হমু ভাই, দুই বছর হেল্পারী করমু। তারপর যখন ট্রাক চালানোডা হাতের মুঠোয় আইয়া পড়বো, তারপর নিজেই একটা ট্রাকের ড্রাইভার হইয়া যামু।
আহ!
আর তহন থিকাই ধান্দাবাজী শুরু করমু, কি আছে আর জীবনে?
বর্ডার থিকা জিনিষপত্তর ব্লাকে কিন্যা দেশে দশগুণ দরে বেচুম।
এমনে কইরা বছর দুই একের মাথায় যখন কিছু টাকা জমবো তহন নিজেই একটা ভাঙ্গাচুরা সেকেন্ড হ্যান্ড ট্রাক কিনমু....
আহ! আমার নিজের ট্রাক!

বলতে বলতেই প্রশান্তিতে চোখ বুজে বুকে হাত বুলাতে থাকে ফেরদৌস,যেন তার নিজের সেই ট্রাকটি এই মুহুর্তে চোখের সামনে দেখতে পাচ্ছে সে! কি আত্মতৃপ্তি তার চোখে মুখে.....
হাতের সিগারেটে আরেকটা টান দিয়ে আবার বলতে লাগে,,,

তহন দুই নম্বরী বিজনেস আরো বাড়বো, আরো কিছু টাকা জমায়ে আর বছরখানেকের মাথায় আরেকটা ট্রাক কিনমু, এইডাও সেকেন্ড হ্যান্ড, তবে ভালো ট্রাক....

এমনে দেখতে দেখতে দিন যাইবো, ট্রাকের ব্যবসা বাড়বো, চোরাকারবারি বাড়বো....
ট্রাক কিনুম আরো, ব্যবসা আরো বাড়বো, দেখতে দেখতে বছর দশেক পর হয়ত কোটিপতি হইয়া যামু...
জায়গা কিনা বাড়ি করমু,
না না, বাড়ি না, প্রাসাদ!
বড় গেট থাকবো, গেটটা বানামু ট্রাকের মাথার আদলে....
বিশাল বড় একটা ট্রাকের মাথার তল দিয়া ভেতর দিয়া প্রাসাদে ঢোকা লাগতাছে,,
চিন্তা করতে পারো?
আহা! আলিশান একটা খানদানি চেয়ারে বইসা হুক্কা টানমু....
কি আছে জীবনে....

বলতে বলতেই আবার ফিল্টারে চুমুক দেয় ফেরদৌস, কিন্তু পরক্ষনেই প্রচন্ড প্রতাপে সিগারেটটা ছুড়ে ফেলে দিয়ে ঠোঁট চেপে ধরে....
উফপপ!
পতনে যেমন স্বপ্নভঙ্গ হয়, তেমনি একটা ধাক্কা খেয়ে যেন বাস্তবে ফিরে আসে সে....

কি হবে আর জীবনে?
বাঁকা একটা হাসি হেসে নিজের মনেই আওড়াতে থাকে বেচারা,
কিছুই হবে না প্রভু, কালঘুম করে দেবে সমুদ্রকে পর; অন্তঃসলিলা এক নদীতে রেখেছি মুখ....

পকেট থেকে একটা গোল্ডলীফ এর প্যাকেট বের করে মুগ্ধ, তাতে রাখা দুটো ডার্বির একটাতে অগ্নিসংযোগ করে সে....
খানিকটা পানসে ধোঁয়া, তবে কি এসে যায় তাতে?
ধোঁয়ামাত্রই নাকি স্বাপ্নিক ঘোরের আধার!
কে জানে!
তবে এসব নিয়ে মাথা ঘামায় না মুগ্ধ,,,

খোলা আকাশে একরাশ ধোঁয়া ছাড়ে সে, আকাশে বাতাসে এক অদ্ভুত আবেশ তৈরী করে তা, ভালো লাগা বা মন্দ লাগার অনুভুতি নয়, নীলচে দৃশ্যপটে হলদে এক স্বচ্ছ আলোর অনুভূতি জাপটে ধরে তাকে.....

- ফেরদৌস!
- হ্যা ভাই?
- দুই বছর পর তুই যখন ড্রাইভার হবি, আমাকে তোর হেল্পার রাখিস,  কেমন?


[[ তাইফ শিহাম কে উৎসর্গিত.... ]]

মন্তব্যসমূহ