জঙ্গি শব্দটি কিভাবে গালি হলো?


জঙ্গি!!!
শব্দটা শুনলেই প্রথমে ঠিক কি মনে আসে?
ISIS?
বাংলাদেশী babe দের ক্রাশ নিবরাস?
লাদেনের পীরবাবা টাইপের খুনি মুখ?
বাগদাদীর মত ভয়ানক খুনে মানুষ?

সে যাই হৌক, গুলশান এর ন্যাক্কারজনক ঘটনা, কয়েক বছর আগের সিরিজ বোমা হামলা বা বাংলা ভাইয়ের মত পরিচিত নাম বাংলাদেশে তাদের পরিচয়ের বাহক....

ওদিকে না যাই, নিরাপত্তা ব্যবস্থা যে ভাবে জোরদার করা হয়েছে তাতে কি হয়ে যায় তাতো আর বলা যায়,হঠাৎ কলার চেপে ধরে বলেও ফেলতে পারে উর্দিধারীরা, কি বাবা শাইয়িন! এ ব্যাপারে তোমার এত ইন্টারেষ্ট কেন?
কসম মাইরি! ও ব্যাপারে আমার কোন ইন্টারেষ্ট নেই!

সুতরাং..... বাবা শাইয়িন!
প্রসঙ্গে আসো!
জঙ্গি শব্দটা এসেছে "জঙ্ঘ" শব্দ থেকে।
ছেলেবেলায় "জঙ্ঘনামা" পড়েছেন? আমি পড়েছি। অনেক ঐতিহাসিক যুদ্ধকাহিনী বেশ রসিয়ে লেখা।

তো!
"জঙ্গ" শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ!
আর "জঙ্গি" শব্দের অর্থটা যোদ্ধা। অর্থাৎ যারা যুদ্ধ করেন....

শরদিন্দু চট্টোপাধ্যায় এর সদাশিব অভিযান এর গল্পে সম্ভবত "সদাশিব এর হৈ হৈ কান্ড" এ সদাশিবকে তার সাহসিকতাপূর্ণ কর্মকান্ডের জন্য শিবাজী "জঙ্গি বাহাদুর" উপাধি দেন।
কি কান্ড দেখুন!
আজকের দিনে এ উপাধি যদি বাংলাদেশ এ বসে শিবাজী তার অনুচরকে দিতেন, তবে কি হতো ভাবা যায়!

কয়েকবছর আগ পর্যন্তও জঙ্গি বিমান শব্দটি বইয়ে লেখা হতো!
এখন অবশ্য যুদ্ধবিমান লেখা হয়...

বাংলাদেশে হরকাতুল জিহাদ বা জে এম বি ইত্যাদি টেররিস্ট গ্রুপ যখন আত্মপ্রকাশ করলো তাদের বিভৎস সন্ত্রাসী কান্ডকারখানা নিয়ে, তখন এদের "নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন" বলে চিহ্নিত করা হয়েছে,,, অত বড় কথা আর কে বলে?
মুখে মুখে ব্যাপারটা "জঙ্গি" হিসেবে প্রচলিত হয়ে গেল....

আর কি.....
এক কালের গর্ববোধ করার মত উপাধি "জঙ্গি বাহাদুর" এর কি হাল হলো তা তো দেখতেই পাচ্ছেন?

"ধুর শালা! তুই তো জঙ্গি!"
��������

মন্তব্যসমূহ