আসুন,পুরুষবাদের কথা বলি...


শ্রীমন্মহারাজ রাজাধিরাজ দেবেন্দ্রবিজয় মুখ কালো করে ঘরের এক অন্ধকার কোণে বসে আছেন,খবর পেয়ে প্রধানমন্ত্রী ছুটলেন,শুধালেন,"মহারাজের কুশল তো?" মহারাজ রা কাড়েন না। মন্ত্রী পিড়াপীড়ি আরম্ভ করায় মুখ খুললেন," আর বলো না, ওই রাণীটা.... কি দজ্জাল! বাপ রে বাপ! দেখলেই বুকের রক্ত হিম হয়ে আসে..."
মন্ত্রী হো হো করে হেসে বললেন, মহারাজ! এই ব্যাপার! বউকে তো সবাই ভয় পায়, সবার ঘরেই রাজ করে ওই বউই, তাই বলে কি কেউ মন খারাপ করে বসে থাকে?
রাজা গোমড়ামুখে বললেন, তুমি যে গুলটা ছাড়লে না?
মন্ত্রী বলে, হুজুর! প্রমান করে দিতে পারি আমি..
"আচ্ছা ধরো বাজি! দশ হাজার স্বর্নমুদ্রা! "
পাক্কা বলে মন্ত্রী বেড়িয়ে গেলেন,
সারা রাজ্যে ঢোল পিটিয়ে বলা হলো আগামী বিষ্যুদবার শহরের বাইরে বিকালে সবাইকে জড় হতে....
লোকে লোকারন্য পড়ে গেল।
মাঝখানে এক মাচাঙ্গের উপর রাজা দাঁড়িয়ে বললেন, যারা যারা বউকে ভয় পাও তারা তারা পাহাড়ের দিকটায় দাঁড়াও আর যারা পাও না তারা বিপরীতে।
মুহুর্তের মধ্যে জনস্রোত পাহাড়ের দিকে দৌড়ুনি আরম্ভ করলো, আর বিপরীত পাশটা পুরো ফাঁকা....
উহু পুরো ফাঁকা নয়, একজন মানুষ জনস্রোতের বিপরীতে ঠাঁয় দাঁড়িয়ে,,
রাজা তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লে সে বললো, হুজুর! বউকে ডরাবো না? কি যে বলেন, আসার সময় বউ বলে দিয়েছে যাতে ভিড়ের দিকে না যাই.. তাই আরকি.....
তো সুধীজন! গল্পটা নিঃসন্দেহে রসাত্মক, কিন্তু এই রসের মধ্যে ঠিক কোন বিষয়খানা উঠে এসেছে বলতে পারেন?
হ্যা! অনেকের কাছেই বিষয়টা হাস্যকর হয়ে দাঁড়ায় বটে, তবে পুরুষরা যে চিরকালই এমন ভাবেই নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আসছে তা কি অস্বীকার করতে পারবেন?
অবশ্যই না,, এ সম্পর্কে কথা হবে...

একটু অন্য প্রসঙ্গে আসি,
আজকাল নারীবাদ বেশ আলোচিত উঠেছে, তাদের প্রাপ্য অধিকার ও সম্মান সঠিকভাবে বুঝে পাওয়ার জন্য তারা রাস্তায় নামছেন, অনেক ভাইয়েরাও তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছেন। বেশ ভালো কথা!
অধিকারের বিষয়টা সমপর্যায়ে আসুক তা সবাই চায়,,,
কিন্তু পুরুষদের খর্বিত অধিকারের কথা কি ভেবে দেখেছেন? নিশ্চয়ই না!
ভাবতে পারেন, বর্তমান সমাজে প্রাপ্য কতখানি সুবিধা আপনি পুরুষ হিসেবে পান?
আমি এ কথা কখনোই বলি না, যে মানুষ হিসেবে আমাকে সম্মান করো আবার পুরুষ হিসেবেও স্পেশালি আমাকে সমীহ করা হৌক, নারী পুরুষের সম অধিকার আবার জাহাঙ্গীরনগর এ আমার জন্য ৬০% কোটা বরাদ্দ করা হৌক, আবার নারী পুরুষে ভেদাভেদ নেই এদিকে বাসে আমার জন্য প্রথম দশটা সীট বরাদ্দ রাখা হৌক!
আমি কেবল বলতে চাই, সমঅধিকার এর কথা যদি বলা হয় তবে অধিকার টা সমান হৌক।
আপনি সমঅধিকার এর কথা বলে ৫০% নিবেন আবার নারীত্বের দোহাই দিয়ে আরো ৪০%, এটা তো হতে পারে না, না?
ভুমিকা বা উপসংহার নয়, আজ শুরু হলো তবে আজ না! প্রাগৈতিহাসিক আমল থেকেই এর শুরু, যে নিপীড়ন এর স্বীকার আমরা সয়ে এসেছি এবং আসছি তা নিয়ে কথা হবে....
আপনি জাগুন, জাগবে পুরুষবাদী!

[চলবে]

মন্তব্যসমূহ