ভন্ডপাগল


অতঃপর....
গল্পটা অনেক সুন্দর....
ইভানুশকা এসে সোনার ঘোড়ায় তুলে নিয়ে যাবে...
আর সোনার কাকাতুয়া বলতে থাকবে "এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো..."

অবসেশন খুব খারাপ জিনিস....
তবে মাঝে মধ্যে মন্দ লাগে না.... যাবতীয় হিসেব নিকেশ থেকে বাইরে থাকা যায়....
মন্দ কি?
আজ....
চৌরাস্তায় হাটতে হাটতে কোনসময় যে রাস্তার ঠিক মাঝখানে দু পা যতদুর সহজে ফাক করা যায় করে দাড়িয়ে পড়েছিলাম টের পাইনি.... সম্বিৎ ফিরলো তখন যখন গালাগালির তীব্রতা টের পেলাম...
একটা বিশাল ট্রাফিক জ্যামই লেগে গেছে....
"ওই! পাগলটারে সরাহ.... *****গুলা .... রাস্তার মধ্যে চ্যাগায়ে খাড়ায়..."
"বালকতগুলা! পাগল না ভন্ডপাগল"

মন্দ বলেনি ওরা,প্রিয়তা....
দেখতেও বোধকরি পাগলের চেয়ে খুব বেশি ভালো লাগে না..
উষ্কখুষ্ক চুল-দাড়ি,
ময়লা কালো চাঁদর
বহুদেশের ধূলিময় কালো প্যান্টটা...
জুতোতেও ময়লার কয়েকটা পরত পড়ে গেছে,
গায়ের বোটকা গন্ধে বোধকরি ভুতও পালাবার উপক্রম হবে...

ক্ষ্যাপা রে....
পাগলা টাইপের গান ধরে সরে আসলুম....

আচ্ছা প্রিয়তা,ভন্ড পাগলের সঙ্গা বলতে পারিস?

ইদানীংকালে হাটি বেশ কুজো হয়ে,বুকের প্রশস্ত জমিন সোজাই থাকে কেবল ঘাড়টা একটু বেশিই নোয়ায়....
পরাজিত সৈনিকের মত....
আচ্ছা প্রিয়তা,এমন কেন হয় বলতে পারিস?

হঠাৎ ভেঙে চুড়ে ঝড় আসে,একটা শক্তপোক্ত মানুষকে নড়বড়ে করে দিয়ে যায়?

মন্তব্যসমূহ

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন