সবুজাভ সাদা - শাইয়িন কবির
"ভাই শেষটান টা দিবেন?"
চমকে উঠে সিগারেটের ফিল্টারটা সামনে এগিয়ে দেয় মুগ্ধ!
রিকশাওয়ালা তৃষ্ণার্তের দুটো চুমুক দিয়ে ছুড়ে ফেলে দেয় রাস্তায়।
"আহহ!"
খনখনে গলা রিকশাওয়ালার, যেন বহু বছরের পুরোনো কোন কুয়োর ভেতর থেকে উঠে আসা আওয়াজ।
হাবভাবও সুবিধের না।
কেমন কেমন যেন ভাব!
তবে এসব নিয়ে ভাবে না মুগ্ধ।
ঘন্টাখানেক তার রিকশায় মুগ্ধ ঘুরছে, সারা রাতের জন্য ভাড়া করা। ইতোমধ্যে পঞ্চাশবার সে জিজ্ঞেস করেছে,
"তা ভাইজান! যাইবেন কোনঠায়?"
"বলছি না, যেদিক খুশি চালান, ভাড়া পুরো রাতেরটাই পাবেন।"
বিরক্ত হয়ে জবাব দেয় মুগ্ধ।
" বুইঝেছি। ভাইজান মনে হয় বাসাত্থে রাগ কইরে চইলে আইছেন?"
"কি?"
" না কিছু না, বয়সকালে আমিও কত করিছি এইসব। মজা আছে। "
"নাম কি আপনার?"
"জ্বে মকবুল মিয়া।"
"বাড়িতে কে কে আছে?"
"বাড়িই নাই।"
"থাকেন কই?"
"থাকার দরকার পড়ে না ভাইজান, রিকশাডা আছে। এইডাই...."
"অ..."
" ভাইজান! সত্যই বাড়ি যাবেন না?"
মুগ্ধ বলে না কিছুই। মধ্যরাতে রাস্তার সাথে মিশে যাওয়ার হলদে অনুভুতি মকবুল মিয়া কি করে বুঝবে?
সে জন্য তাকে দোষও দেয়া যায় না!
"ভাইজান সত্যই যাইবেন আমার লগে?"
"হু?"
"ডরাইবেন না তো?"
"নাহ!"
জায়গাটা শহরের বাইরে, সম্ভবত একটা গোরস্তান। শুনশান মৃত্যুশীতল নীরবতা বিদ্যমান।
শুকনো পাতায় শব্দ তুলে মকবুল মিয়া এলো হাতে একটা পুটুলি নিয়ে।
"ভাইজান! সিদ্ধি চলবো?"
"নাহ!"
" বিড়ি কি আর আছে ভাই?"
পকেট থেকে একটা গোল্ডলীফ বের করে মকবুল মিয়ার দিকে এগিয়ে দেয় মুগ্ধ।
সিগারেট এ গাঁজা ভরতে ভরতে মকবুল মিয়া বললো, আপনারে রাইখাই....
"আপনি খান... আমি দেখি?"
সদ্য প্রস্তুতকৃত শলাকায় আগুন দিয়ে টানতে টানতে মকবুল মিয়া বলে,
" ভাইজান! জানেন,
যহনই কোন সমস্যায় পড়ি এইজাগায় আসি...
যহনই টান দেই, গুরুর দেখা পাই।
সব সমস্যার সমাধান মিলা যায়। কোন অশান্তিই থাকে না।
যা চাই, তাইই পাই।"
মুগ্ধ হাসে,
মকবুল মিয়ার গলা আরো গভীরে চলে গেছে, ধীরে ধীরে যেন খাদে নেমে যাচ্ছে, গভীর খাদে।
"বিশ্বাস হইলো না তো ভাইজান? দেখবেন?"
আস্তে করে মাথা নাড়ে মুগ্ধ।
সঙ্গে সঙ্গে ভেলকিবাজির মত পরিবর্তন হতে থাকে চারপাশ,
চোখের সামনে মকবুল মিয়া ধীরে ধীরে মিশে যেতে থাকে হাওয়ায়।
হেমন্তের শিশিরে ভেজা সবুজ ঘাসের উপর আস্তে আস্তে নুয়ে পড়ে মুগ্ধ,,,
অনুভুতিরা তাকে জাপটে ধরে,,
পিচ কালো হলদে নয়,
সবুজাভ সাদা অনুভুতি,,,
সে তলিয়ে যেতে থাকে,
গভীরে,,,
সবুজ আর সাদায়.....
[Golzar Shohagh ভাইয়ের #মুগ্ধ সিরিজ অনুসরনে....]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন