আবেশ



মেঘানের বাবা!
এই মেঘানের বাবা!
শুনছো?
ও মেঘান বাবুর আব্বুটা!
ইইই! মেঘানের আব্বা!
ওই! মেঘানের বাপ,শুনতে পাচ্ছিস না?

হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে আঁতকে উঠলাম,ছিটকে পড়া থেকে সামলে খেয়াল করলাম আমি তখনো বাইকের ব্যাকসিটে ধামড়া একটা ট্রলি হাতে নিয়ে বসা....
এমনিতেই দুলাভাইয়ের বিচ্ছিরি বাইকের ব্যাকসীটে চাপা এক বিভীষিকার নাম,, এই যানজটের রাস্তায়ও যে এভাবে চালানো যায়,এ ভদ্রলোককে না দেখলে বোধকরি জানতে পারতুম না....
বাতাসের কণাগুলোও বোধকরি শরীরে আছড়ে পড়তে থাকে,বুঝতেই পারছেন...
হাহ!

লম্বা লম্বা এলোমেলো চুলগুলোতে বাতাসের টর্নেডো খেলে যাচ্ছে,গোঁফদাড়িও সাথে সাথে আন্দোলিত...
সাই করে দুটো বাস আর তিনটে কার কাটিয়ে বামপাশের রাস্তা ধরলাম আমরা!

সোডিয়াম বাতির শহরে রাতের রাস্তা!
কালো পিচ হলদেটে আভায় মোড়া,কেমন যেন ব্যথাতুর একটা ভাব আছে..

রাতগুলো খুব অদ্ভুত,জানিস প্রিয়তা?
রাতের নিজস্ব কোন রং নেই,রুপ নেই....
সকাল যেমন স্নিঘ্ধতা,দুপুরের রুক্ষতা,আর বিকেলের যেমন ক্লান্তি
কিন্তু রাতের কোন স্বভাবসিদ্ধ নিজস্বতা নেই,,
মধুরাত ও হয়,আবার বিষরাতও...




সোডিয়াম বাতির শহরটা কেমন অদ্ভুত রে,
মানুষগুলো কেমন অদ্ভুত,
অনেকটা ঠিক যন্ত্রের মত,,,,

আর রাতগুলো....
চাঁদহীন মেঘহীন তারাহীন ইট পাথরে মোড়া কৃত্রিম রাত বলে মনে হয় কেন যেন,,,
তবে রাস্তাগুলোর সাথে প্রিয়তা,আমার খুব ভাব...
কেমন যেন হলদেটে রঙের অস্ফুট অসহ্যত অজ্ঞাত বেদনা নিয়ে ঘুরে বেড়ায় রাস্তাগুলো,দেখেছিস?
নিজের সাথে কেন যেন মিল খুজে পাই,,,
হা হা হা!

আচ্ছা প্রিয়তা,বেদনার রঙ কি কেবল নীল?
সোডিয়াম রঙে কালো পিচ হতে পারে না?
হয়ত.....

কেমন একটা উৎসবমুখর পরিবেশ,
বেশ ধুমধাম লেগে গেছে....
ফুল গালিচা পাতা হচ্ছে,
একটা গেট সাজানো হচ্ছে,
নিয়ন বাতিগুলো জড় করে রাখা,টাঙানোর অপেক্ষায়....
একটা গাড়িও ফুলে মোড়া.....
সেই স্বপ্নটার মত....

হঠাৎ ফোনে টিউন,
মাই হার্ট উইল গো অন স্লো রিদম....

"আচ্ছা,বলতো তুমি কে?"
"কি জানি..."
"তুমি এএকটা চিনির ডিব্বা,, আর আমি?"
"প্রিয়তা"
"উহুম! মেঘান বাবুটার আম্মিটাহ"

এরপর রিনরিনে পরিচিত সুন্দর গলার হাসিতে মুখরিত চারদিক...
আর আমি?
মোহিত,
প্রোথিত,
সমাহিত....

"আরে এই ছেলে! কি হইল? নামবি না,নাকি? কি হইছে?"
মৃদু চপেটাঘাত!
"ইয়ে মানে...."
"আরে কি মানে মানে করছিস? চল উপরে চল, আরে ভাই কতদিন দেখিনা তোরে,আর চেহারার এই দশা কেন? চুল দাড়িতে একদম.... দেবদাস হইছিস?.......[continued]

17 september 2015

01:44




















মন্তব্যসমূহ